December 22, 2024
lal-sabuj

বিজয়ের মাস, সবাই লাল সবুজের এই পতাকা নিয়ে

একটু ভাবি, একটু সময় দেই।

হৃদয়ে, লাল সবুজ

…আমার বাংলা।

বলবো না, ভালোবাসি

তোমায়, আমি সপনে আঁকি।

হৃদয়ে, লাল সবুজ

…আমার বাংলা।

কেমন করে, মিথ্যে বলি

তোমায় আমি, ভালোবাসি

নয়তো, আমি যোগ্য তোমার

নয়তো,আমি মুক্তি সেনা

রক্ত দিয়ে,আনলো যারা

…….লাল সবুজের,

…… এই বাংলা।

হৃদয়ে, লাল সবুজ

…আমার বাংলা।

কোথায় তাঁরা, আনলো যারা

…….লাল, সবুজের

……….এই বাংলা।

সকল ,

মুক্তি সেনার প্রতি

….আমার সহস্র সালাম।

লেখক: আমিনুল ইসলাম সজিব

1 thought on “লাল, সবুজের……….এই বাংলা।

Comments are closed.